ভিডিও ভাইরাল

মৌমাছির হানায় লন্ডভন্ড বিয়ের আসর, আইসিইউ’তে দুই অতিথি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ওপর মৌমাছির আক্রমণ। ছবি: সংগৃহীত

ফুলের আশপাশে ঘুরঘুর করছে মৌমাছি- এমন দৃশ্য নয়নাভিরাম বটে! কিন্তু সেই মৌমাছির ঝাঁকই যখন সোজা মানুষের ওপর হামলা করে, তখন পরিস্থিতি দাঁড়ায় ঠিক তার উল্টো। তখন প্রাণ বাঁচাতে পড়িমড়ি করে দৌড় দেওয়ার চিন্তা মাথায় আসবে সবার আগে। দুর্ভাগ্যবশত, তেমনই হাল হয়েছে এক বিয়ের আসরে। মৌমাছির তাণ্ডবে একেবারে নাজেহাল অবস্থা অতিথিদের। এমনকি, হাসপাতালেও যেতে হয়েছে কয়েকজনকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। জানা যায়, রাজ্যের গুনা এলাকার একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। আর পাঁচটা বিয়েবাড়ির মতো সেখানেও উপস্থিত ছিলেন বর-কনের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই আনন্দের আসর আচমকাই এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজ করতে পারেননি কেউ।

আরও পড়ুন>>

 

হোটেলের ছাদের এক কোণায় ছিল মৌমাছির চাক। সেখান থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি হামলা করে উপস্থিত অতিথিদের ওপর।

আরও পড়ুন>>

এর ফলে আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন অনেকে। কেউ মাথা চেপে ধরে উপুড় হয়ে শুয়ে পড়েন। কেউ চোখ বন্ধ করে বসে পড়েন। কারও মাথায় ছাতা চাপা দেওয়া হয়।

সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। জানা গেছে, মৌমাছির আক্রমণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয়েছে আইসিইউ’তে।

সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।