পাকিস্তানে নির্বাচন যেতে না যেতেই বাড়ছে পেট্রল-ডিজেল-গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের একটি পেট্রল পাম্প। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানে নির্বাচনের এক সপ্তাহ যেতে না যেতেই দাম বাড়তে চলেছে পেট্রল, ডিজেল ও গ্যাসের। আগামী শুক্রবারই (১৬ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

সরকারি সূত্রের দাবি, লোহিত সাগরে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজে হুথিদের আক্রমণে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, নতুন ঘোষণায় পেট্রলের দাম ১ দশমিক ৯৭ রুপি বেড়ে প্রতি লিটার ২৭৪ দশমিক ৮৬ রুপি হতে পারে। একইভাবে, ডিজেলের দাম লিটারপ্রতি ৯ দশমিক ২০ রুপি বেড়ে হতে পারে ২৮৮ দশমিক ১৬ রুপি।

আরও পড়ুন>>

বাড়তে পারে কেরোসিনের দামও। লিটারপ্রতি ১ দশমিক ৫৭ রুপি বেড়ে কেরোসিনের দাম ১৮৮ দশমিক ১৯ রুপি হতে পারে বলে জানা গেছে। লাইট ডিজেলের দাম ৩ দশমিক ৭৩ রুপি বেড়ে হতে পারে ১৭০ দশমিক ৫৯ রুপি প্রতি লিটার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবির পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার।

সম্প্রতি অন্তবর্তীকালীন অর্থমন্ত্রী ড. শামশাদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সুরক্ষিত ভোক্তাদের গ্যাস ব্যবহারে শুল্ক বাড়ানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি)।

তবে এই শুল্ক কী হারে বাড়ানো হবে তা প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।