অস্ট্রেলিয়া

ঝড়ের আঘাতে একজনের মৃত্যু, দেড় লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে ঝড়ের আঘাতে ১ লাখ ৭৪ হাজারের বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। স্থানীয় সময় বুধবার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু

স্থানীয় সময় মঙ্গলবার ভিক্টোরিয়ার বিশাল অংশে ঝড় আঘাত হেনেছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি (ঘণ্টায় ৯০ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে রাজ্য সরকার এবং জরুরি পরিষেবাগুলো নিশ্চিত করেছে।

ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রচণ্ড ঝড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেলবোর্নে ঝড়ের সময় নিজের বাড়ি কাজ করার সময় তার মৃত্যু হয়।

স্টেট কাউন্টির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাসে মেলবোর্নের পশ্চিমাঞ্চলের গ্রাম্পিয়ান্স অঞ্চলে দাবানলের ঘটনায় বেশ কিছু বাড়ি-ঘর পুড়ে গেছে।

অস্ট্রেলিয়ান এনার্জি মার্কেট অপারেটর জানিয়েছে, ঝড়ের কারণে ৫ লাখ ৩০ হাজার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার সন্ধ্যায় জানানো হয় যে, এখনও ১ লাখ ৭৪ হাজার বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুবিচ্ছিন্ন রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ঝড়ে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়ায় ভিক্টোরিয়ার বৃহত্তম বিদ্যুৎ সেবা বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘ইলসা’

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখনই বলা যাচ্ছে না যে কত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিক্টোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা বিদ্যুৎ সেবা পুনরায় সচল করতে কাজ করে যাচ্ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।