কলকাতায় চীনা উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

অডিও শুনুন

ইসলামিক অ্যাসোসিয়েশন ফর পিস-এর পক্ষ থেকে কলকাতার সল্টলেকের চীনা উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করা হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশকে চাইনিজ স্ট্যান্ডার্ড ম্যাপ থেকে বাদ দেওয়া ও উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনের নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক অ্যাসোসিয়েশন ফর পিস-এর পক্ষ থেকে পোস্টার ও ব্যানার নিয়ে সল্টলেকের চীনা উপ-দূতাবাসের উল্টো দিকের রাস্তায় জড়ো হন অনেকেই।

ইসলামিক অ্যাসোসিয়েশন ফর পিস-এর সকল মুসলিম সম্প্রদায়ের সদস্য শব্দহীন বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল চীনের উপ-দূতাবাস। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে সেখানে উপস্থিত ছিল বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

যদিও বিক্ষোভকারীরা চীনের উপ-দূতাবাসের সামনে যাওয়ার কোনো চেষ্টা করেননি। তাদের মূল দাবি ছিল অরুণাচল প্রদেশকে চাইনিজ স্ট্যান্ডার্ড ম্যাপ থেকে বাদ দেওয়া ও উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনে নিপীড়ন বন্ধ হওয়া। পাশাপাশি তারা চাইনিজ পণ্য বয়কটেরও দাবি তোলেন।

ইসলামিক অ্যাসোসিয়েশন ফর পিসের সদস্য আব্দুল্লাহ বলেন, চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর যে অত্যাচার হচ্ছে তার একটা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে এসেছি। এই পৃথিবীতে সকল সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে থাকে সে কারনেই আমরা এই শান্তিপূর্ন অবস্থানে বিক্ষোভ করছি।

তিনি আরও বলেন, চীনে মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর পাশবিক অত্যাচার হচ্ছে। চীনে মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে। চীনে ধর্ম নিয়ে কোনো মানুষকে যেন আঘাত করা না হয়। এছাড়াও ভারতের অরুণাচল প্রদেশেও চীনাদের অত্যাচার বাড়ছে। সেই বার্তা চীন সরকারকে দেওয়ার জন্যই কলকাতার সল্টলেকের চীনের দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া হয়েছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।