জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে যারা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের একটি প্রতিরোধ গোষ্ঠী। ‘ইসলামিক রেজিস্ট্যানস’ নামের এই গোষ্ঠীট দাবি করেছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইল হত্যাযজ্ঞের জবাব হিসেবে চারটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।

এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই হামলার দায় স্বীকার করলো ইরাকের এই গোষ্ঠীটি। সোমবার (২৯ জানুয়ারি) গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও এই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের লড়াই চলছে।

আরও পড়ুন: জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

গোষ্ঠীটি আরও বলেছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রোববার (২৮ জানুয়ারি) ভোরে চারটি শত্রু ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। যার তিনটি সিরিয়ায় ও চতুর্থটি জর্ডানে।

তাছাড়া গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান ও ঘাঁটিতে কয়েক ডজন হামলার দায় স্বীকার করেছে।

তবে প্রথম তিনটি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জর্ডানেই প্রথম মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটলো। আর এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা এখনো এই হামলার বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে যাচ্ছি। তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় থাকা ইরান-সমর্থিত কট্টর প্রতিরোধ গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। আমরা অবশ্যই এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করবো ও সাজার আওতায় আনবো।

যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও মনে করছে, ইরান-সমর্থিক সশস্ত্র গোষ্টীগুলোই এই হামলা চালিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই দাবি করেছেন।

আরও পড়ুন: লোহিত সাগরে হামলা বন্ধে ইরানকে চাপ দিচ্ছে চীন?

তবে ক্যামেরন ও বাইডেনের অভিযোগ অস্বীকার করেছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা আইআরএনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে। তবে তারা ইরানের সরকারের আদেশে চলে না।

এদিকে, সিরিয়ার সঙ্গে নিজ দেশের সীমান্তের ভেতরে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। ওই ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

আরও পড়ুন: ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে তিন মার্কিন সেনা নিহত হন ও আহত হন আরও ৩৪ জন।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।