যে কারণে পাকিস্তানের স্কুলে তালেবানের হামলা


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানে স্কুল তালেবানদের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও চরমপন্থিদের দেশটির স্কুল ও মসজিদগুলোতে বার বার হত্যাযজ্ঞ চালাতে দেখা গেছে। বিশেষ করে নারীদের স্কুলে যেতে নিরুৎসাহিত করতে দেশটিতে অহরহই জঙ্গি হামলা ঘটে।

যেমনটি হামলা হয়েছিল, স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের উপর, যিনি পরবর্তীতে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। কেন পাকিস্তানের স্কুলে এভাবে শিক্ষার্থীরা তালেবান আক্রমণের শিকার হচ্ছে?

এ প্রসঙ্গে বিবিসিকে পাকিস্তানের পত্রিকা ডেইলি নিউজের বার্তা সম্পাদক মনির আহমেদ জানান, তালেবান অধ্যুষিত এলাকায় শিক্ষার আলো এবং ইসলাম ধর্ম সম্পর্কে কোনও স্বচ্ছ ধারনা নেই। তার মতে, ধর্মের নাম ব্যবহার করে নানা ধরনের হামলা চালাচ্ছে তারা, কারণ, তারা চায়না এসব এলাকার ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। কেননা, এতে করে তাদের প্রচলিত ধ্যান-ধারনার উপর আঘাত আসতে পারে বলেই তালেবানরা পাকিস্তানের স্কুলে হামলা চালাচ্ছে বলে মনে করেন মনির আহমেদ।

স্কুলে হামলার ঘটনার সাথে মালালা ইউসুফজায়ের নোবেল পুরস্কার নেয়ার কোনও যোগসূত্র কি থাকতে পারে? এটি কি তালেবানদের একধরনের প্রতিশোধ? এমন প্রশ্নেরর জবাবে মনির আহমেদ বলেন, তেমন কোনও যোগসূত্র না পাওয়া গেলেও ধারনা করা যায়, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে যে ধরনের অভিযানগুলো চালিয়ে যাচ্ছে, তার পাল্টা জবাব হিসেবেও তালেবানরা এই হামলা চালিয়ে থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।