ক্ষেপণাস্ত্র ছুড়ে দিনের শুরু উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

পশ্চিম উপকূল থেকে সাগারে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (২৪ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

সিউলের চিপ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, বুধবার সকালের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তর কোরিয়ার উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আমাদের সামরিক বাহিনী শনাক্ত করেছে।

আরও পড়ুন>এবার ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স ইউনিট আরও বিস্তারিত জানার জন্য বিষয়টিকে কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

তাছাড়া কয়েকদিন আগে ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ।

২০২৩ সালের মার্চে প্রথম নতুন ড্রোন ব্যবস্থাটির পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে যে, পানিতে থাকা শত্রুর ওপর লুকিয়ে আক্রমণ করা ও ডুবো বিস্ফোরণের মাধ্যমে বড় তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি করে নৌদল ও প্রধান আভিযানিক বন্দরগুলোকে ধ্বংস করার লক্ষ্যেই এটি তৈরি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।