ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০২৪
ছবি: এএফপি

এবার ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) সকালে ওই হামলা চালানো হয়। খবর বিবিসি, এএফপি।

আরও পড়ুন: ইরাকে বিমান ঘাঁটিতে হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতায়েব হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকটি গ্রুপের ব্যবহৃত কয়েকটি স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর হামলার জবাবে সরাসরি এসব হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে ইরাকের পশ্চিমাঞ্চলীয় ওই বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়ারা আল আসাদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

ইসলামিক রেসিসটেন্স নামের একটি গ্রুপ ইরাকের ওই হামলার দায় স্বীকার করেছিল। গত শনিবার সন্ধ্যায় আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গ্রুপটি ২০২৩ সালের শেষের দিকে প্রকাশ্যে এসেছে। ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত হয়েছে বলে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু হামলার দাবি করেছে এই গোষ্ঠী। গত কয়েক বছরে আল আসাদ ঘাঁটিতে বারবার হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, শনিবার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা আটকানো সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটিতে আঘাত হেনেছে।

গত ৭ অক্টোবরে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হামলা বেড়ে গেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী এবং এর মিত্ররা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলের হামলায় ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

এদিকে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএসআইএস) ধ্বংস ও নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরাকে সর্বশেষ হামলার পরিকল্পনা ও পরিচালনায় মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।