ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে হুথিদের স্থাপনায় এসব হামলা করা হচ্ছে। তবে এই হামলাকে কৌশলগত ভুল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিউইয়র্ক গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহহিয়ান। সোমবার (২২ জানুয়ারি) সেখানে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন>গাজায় ইসরায়েলের এক ভয়াবহ দিন, ২৪ সেনা নিহত

তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ও সতর্কতা করছি। যুক্তরাষ্ট্র ইয়েমেনে যে হামলা চালাচ্ছে তা অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এতে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে বলেও জানান তিনি।

সোমবার ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পেন্টাগন বলছে, এদিন আটটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভূগর্ভস্থ একটি গুদাম, ক্ষেপণাস্ত্র এবং নজরদারির স্থানে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের অবাধ প্রবাহ রক্ষা করার চেষ্টা করছে তারা। পেন্টাগনের জারি করা একটি যৌথ বিবৃতিতে হুথিদের বিরুদ্ধে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের লক্ষ্য লোহিত সাগরে উত্তেজনা হ্রাস করা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। ওই অঞ্চলে বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করার বিষয়ে আমরা দ্বিধা করবো না।

গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদোহীরা। তাদের এই হামলায় লোহিত সাগরে অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র: প্রেসটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।