মিজোরামে মিয়ানমারের সামরিক প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪
মিয়ানমারের সামরিক বাহিনীর ফাইল ছবি

ভারতের মিজোরামে প্রতিবেশী দেশ মিয়ানমারের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে ১৪ জন যাত্রী ছিল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মিজোরামের লেংপুই বিমানবন্দরে।

এদিকে প্লেনের যাত্রীদের মধ্যে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মিজোরামের ডিজিপি জানান, আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে একাধিক রিপোর্টে দাবি করা হয়, বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্লেনটি।

সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করছে মিয়ানমারের সেনা। এর মধ্যে মিয়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত।

সম্প্রতি মস্কো যাওয়ার পথে আফগানিস্তানের পাহাড়ে বিধ্বস্ত হয় একটি যাত্রীবাহী প্লেন। প্রাথমিকভাবে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দুর্ঘটনারকবলে পড়া প্লেনটি ভারতীয়। তবে পরবর্তীসময়ে এই নিয়ে মুখ খুলে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, প্লেনটি ভারতীয় ছিল না।

ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় সেই দুর্ঘটনা নিয়ে বিবৃতি জারি করে বলে, আফগানিস্তানের পাহাড়ে বিধ্বস্ত প্লেনটি ভারতীয় নয়। এই নিয়ে বিবৃতি জারি করে দেশটির ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশনও। তারা জানায়, ডিসি ১০ মডেলের যে ছোট প্লেন আফগানিস্তানের পাহাড়ে ভেঙে পড়ে, সেটি মরোক্কোতে রেজিস্টার করানো।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।