সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২৪
ছবি সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলা চালনো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে জানানো হয়েছে যে, ইসরায়েল ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সময় শনিবার ওই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

বলা হয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।

এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।

ওই হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল।

টিটিএন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।