ভারতে সপ্তমবারের মতো পরিচ্ছন্ন শহর ইন্দোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

ভারতে সপ্তমবারের মতো পরিচ্ছন্ন শহরের তালিকায় উঠে এলো মধ্যপ্রদেশের ইন্দোর। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের সুরাট। তৃতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্রের নবি মুম্বাই, চতুর্থ অন্ধ্রপ্রদেশের ভাইজাগ, পঞ্চম মধ্যপ্রদেশের ভোপাল।

ষষ্ঠ স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সাতে দিল্লি। আটে ফের অন্ধ্রপ্রদেশের তিরুপতি। তেলাঙ্গানার হায়দরাবাদের স্থান নবমে। দশম স্থানে রয়েছে মহারাষ্ট্রের পুণে।

আরও পড়ুন>যেসব কারণে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর

এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরী ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইন্দোর, ভারতের মধ্যপ্রদেশের একটি শহর। এটি মধ্য ভারতের ব্যবসায়িক ও শিক্ষার অন্যতম কেন্দ্র। ২০১৭ সালের পর থেকেই শহরটি ভারতের পরিচ্ছন্ন শহরের তকমা পেয়ে আসছে। শহরটি যে কেবল অবস্থান ধরে রেখেছে তাই নয়, প্রতি বছর ইন্দোর তার নিজস্ব কর্মক্ষমতা আরও উন্নত করতে এবং অনন্য উদ্যোগের মাধ্যমে শহরটিকে টেকসই, সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলে।

পুরো শহরকে উন্মুক্ত মলত্যাগ ও আবর্জনা মুক্ত করার পর গত কয়েক বছর ধরে, ইন্দোর মিউনিসিপ্যাল ​​করপোরেশন (আইএমসি) উৎস পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার ওপর দৃষ্টি দিয়ে শহরকে পরিচ্ছন্ন করে তুলছে। আইএমসি জানিয়েছে, তদের মূল লক্ষ্য হলো রিসাইক্লিং, রিউজিং এবং বর্জ্য দ্রুত ও আরও সংগঠিত উপায়ে নিষ্পত্তি করা।

আরও পড়ুন>কীভাবে বর্জ্য ব্যবস্থাপনায় চমক দেখাচ্ছে ইন্দোর?

বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরটি গৃহস্থালি ও বাণিজ্যিক পর্যায়ে ছয়-বিনের বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা অনুসরণ করছে, যার মধ্যে রয়েছে শুকনো বর্জ্য, ভেজা বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, ই-বর্জ্য, গার্হস্থ্য স্যানিটারি বর্জ্য ও ঘরোয়া বিপজ্জনক বর্জ্য।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।