গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৪ জন নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বুধবার রাতে একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল মাওয়াসি এলাকার একটি বাড়িতে হামলা চালানো হয়। ওই বাড়িতে গাজার বিভিন্ন অংশ থেকে আসা বাস্তুহারা নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।
আরও পড়ুন: হামাস নেতাকে হত্যার পর আমরা চুপ থাকতে পারি না: হিজবুল্লাহ প্রধান
এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে স্বীকার করেছে সংগঠনটি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, আমার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনীর হামলা বাড়ে, এমন ঘোষণা তিনি এখনই দিতে চাচ্ছেন না।
ইসরায়েলি বাহিনী বলছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত
এই সংঘর্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিপরীতে হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তারা তাদের উত্তর সীমান্তের সুরক্ষায় কাজ করে যাচ্ছে ও হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।
টিটিএন