ধনীদের তালিকায় গৌতম আদানির বড় লাফ
বিশ্বের ধনীদের তালিকায় বড় অগ্রগতি হয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, গৌতম আদানি এখন ধনীদের তালিকায় ১৫তম স্থানে উঠে এসছেন। সবশেষ তার সম্পত্তি বেড়েছে এক বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে তার সম্পতি বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গের একটি প্রতিবেদন প্রকাশের পর ভেঙে পড়ে ভারতীয় ধনকুবের গৌতম আদানির সাম্রাজ্য। প্রতিবেদনটি প্রকাশের আগে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী। পরে তার সম্পত্তির পরিমাণ কমে উল্লেখযোগ্য হারে। বিশ্বের ধনীদের তালিকায় ৩০-এর নিচে চলে যান। কিন্তু সম্প্রতি তার সম্পত্তি আবার বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন>হিন্ডেনবার্গের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: গৌতম আদানি
হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের আগে ১২০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ছিল আদানির।
ভারতের আরেক শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ৯৬ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি নিয়ে ধনীদের তালিকায় তিনি রয়েছেন ১৩তম স্থানে। অন্যদিকে ২২৯ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
২০২৩ সালের শুরুর দিকে আদানি গ্রুপকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। সেখানে ভারতীয় এ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপি, হিসাবে প্রতারণার অভিযোগ আনা হয়। ওই রিপোর্ট প্রকাশের পর ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে যান গৌতম আদানি।
আরও পড়ুন>আদানি গ্রুপের ভবিষ্যৎ কী?
তবে হিন্ডেনবার্গ রিপোর্টের কঠোর সমালোচনা করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছিলেন, হিন্ডেনবার্গের রিপোর্ট ভুল তথ্যে ভরা নথি আর অহেতুক কতগুলো অভিযোগ ছাড়া কিছুই নয়।
সূত্র: ব্লুমবার্গ
এমএসএম