জাপানে ভূমিকম্প, পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ও ৪ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানার পর নিজেদের পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক ও নাখোদকাতে সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া। শহরগুলোর মেয়রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাস বলেছে, জাপানের কাছাকাছি সাখালিন দ্বীপের জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, দ্বীপের পশ্চিম উপকূলে সুনামি হতে পারে। জরুরি সতর্কতা জারি করে ভ্লাদিভোস্টক কর্তৃপক্ষ জেলেদের জরুরিভিত্তিতে তীরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যানুযায়ী, সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টা ৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত করে ইশিকাওয়ায়, যেটার মাত্রা ছিল ৫ দশমিক ২। এরপর ৫ থেকে ১০ মিনি অন্তর অন্তর মোট ২১টি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। সেগুলোর মধ্যে সবচেয়ে হালকা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬ ও সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

দেশটির মধ্যাঞ্চলে এসব ভূমিকম্প আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের কারণে ৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করে নোটো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিগাতা ও তোমায়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সেখানে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ৯০ মিনিটে ২১ বার কেঁপে উঠলো জাপান

এদিকে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের কারণে এরই মধ্যে মধ্য জাপানের সাড়ে ৩৩ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপান সাগর তীরবর্তী ও দেশটির প্রধান দ্বীপ হোনশুর তৈয়ামা, ইশিকাওয়া ও নিগাতা অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া কেন্দ্রস্থলের নিকবর্তী একাধিক প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ইশিকাওয়া মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পের আঘাত

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে জাপানে সুনামি হওয়ার একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। হোনশু দ্বীপের জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ১ দশমিক ২ মিটার বা ৩ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস শুরু হয়েছে বলে জানা গেছে। এবারের সিরিজ ভূমিকম্পের উপকেন্দ্র এই ইশিকাওয়া জেলা।

সূত্র: বিবিসি, আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।