ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩
ছবি: রয়টার্স

বেলগোরোদ শহরে ইউক্রেনের ভয়াবহ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। খবর: বিবিসির।

বেলগোরোদ শহরের গভর্নর জানিয়েছেন, শনিবার (৩০ ডিসেম্বর) ইউক্রেনের ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তবে ইউক্রেনের একটি সামরিক সূত্র দাবি করেছে, শুধু রাশিয়ার সামরিক স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্যবস্তু।

এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় ৩৯ জন নিহত হন। কিয়েভের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত এটাই রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। শুক্রবার সকালের দিকে একসঙ্গে রাজধানী কিয়েভ, ওডেসা, দিনিপ্রপেত্রভস্ক, খারকিভ এবং লভিভে হামলা চালায় রুশ বাহিনী। এতে ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন>> ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০

ওই হামলার একদিন পরই রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন।

মস্কোর অভিযোগ, বেলগোরোদের হামলায় ইউক্রেনের ‌‘ওলখা’ এবং চেক রিপাবলিকের তৈরি ‘ভ্যাম্পায়ার’ রকেট ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের একটি সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, রাশিয়ার লক্ষ্যবস্তুতে তারা ৭০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের শহর ও বেসামরিক মানুষের ওপর রাশিয়ার ওই ভয়াবহ ‘সন্ত্রাসী’ হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে এই হামলার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতি দিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। রাশিয়ার অনুরোধে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।