যুক্তরাষ্ট্র
বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, ভাইয়ের গুলিতে বোন খুন
বড়দিনের উপহারকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। তার এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী ওই নারীর বুকে গুলি লেগেছিল। ঘটনার সময় তার ১০ মাস বয়সী সন্তানও পাশেই ছিল। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের শেরিফের কার্যালয় এই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। নিহত নারীর এক ভাইয়ের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৪ বছর বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বড়দিনের প্রাক্কালে বন্দুক হামলা, হতাহত ৪
প্রথমে ১৪ বছর বয়সী কিশোর তার বোনকে গুলি করে। পরে তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ১৫ বছর বয়সী কিশোর তার ছোট ভাইকে গুলি করে।
বড়দিনে কে বেশি উপহার পেয়েছে তা নিয়ে ভাই-বোনদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর এক পর্যায়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
শেরিফ বব গুয়ালটিয়েরি বলেন, ১৫ বছরের কিশোর গুলি করার পর বন্দুকটি দূরে ছুড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আহত ১৪ বছর বয়সী কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির অবস্থা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে। শেরিফ বব গুয়ালটিয়েরি জানিয়েছেন, এই মামলা পর্যালোচনা করে স্থানীয় প্রসিকিউটররা সিদ্ধান্ত নেবেন যে ওই শিশুটির সাজা কেমন হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪
শেরিফের কার্যালয় জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যেই ১৫ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নিহত বা দোষীদের পরিচয় প্রকাশ করা হয়নি।
টিটিএন