সার্বিয়া
নির্বাচনে জালভোটসহ অনিয়মের অভিযোগে বিক্ষোভ, আটক ৩৮
চলতি মাসের শুরুতে জাতীয় নির্বাচন হয়েছে সার্বিয়ায়। তবে এই নির্বাচনে সরকারি দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করছে বিরোধীরা। এই বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থেকে আটক করা হয়েছে অন্তত ৩৮ জনকে।
গত ১৭ ডিসেম্বর থেকে বিক্ষোভ করে আসছে বিরোধী জোট সার্বিয়া অ্যাগেইন্সট ভায়োলেন্স। তাদের দাবি, নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে বিশেষ করে রাজধানী বেলগ্রেডে। বলা হয়েছে, পার্লামেন্টারি ও লোকাল কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন দলকে জয়ী ঘোষণা করা হয়েছে। কিছু বিরোধী নেতা অনশন ধর্মঘটও পালন করছেন।
আরও পড়ুন>সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া
গত রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীরা জানালা ভেঙে বেলগ্রেড সিটি হলে প্রবেশ করার চেষ্টা করেন। এরপর দাঙা পুলিশ তাদের টিয়ারগ্যাস, পিপার স্প্রে ও লাঠিচার্জ করে ছত্রভঙ করার চেষ্টা করে।
পরের দিন সোমবার সন্ধ্যায় আরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শহরের পুলিশ সদর দপ্তরের দিকে যাত্রার আগে বেলগ্রেডে নির্বাচন কমিশনের বাইরে শত শত লোক জড়ো হন।
বিক্ষোভকারীরা বলেছেন, গত সপ্তাহে বেলগ্রেডের নির্বাচনে ফল পাল্টানোর জন্য সরকার বাস ভরে কয়েক হাজার মানুষ এনেছিল। অভিযোগকারীরা শহরটিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন>নাইজেরিয়ায় দফায় দফায় হামলা, নিহত ১৬০
দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সার্বিয়ার জাতীয় ও স্থানীয় নির্বাচনে ‘অনিয়মের’ খবর জানিয়েছেন। ভোট কেনা এবং জালভোট দিয়ে ব্যালটবাক্স ভরে রাখা হয়েছিল বলেও দাবি করেছেন তারা।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে প্রেসিডেন্ট ভুসিক তার দেশে অস্থিরতার জন্য ‘বিদেশি হস্তক্ষেপ’কে দায়ী করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমএসএম