গণবিয়ে জনপ্রিয় হচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

খরচ বাঁচাতে আফগানিস্তানে জনপ্রিয় হচ্ছে গণবিয়ের অনুষ্ঠান। সম্প্রতি সেখানে একই দিনে ৫০টি জুটির গণবিয়ের আয়োজন করা হয়। এ ধরনের বিয়েতে নতুন জুটিকে খরচের চাপ নিয়ে উদ্বিগ্ন হতে হয় না। ফলে যাদের আয় কম তাদের কাছে দিন দিন এ ধরনের আয়োজন জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন: খাল খুঁড়ছে তালেবান, বদলে যাবে আফগানিস্তান

সাধারণত বিয়ের আয়োজনে মোটামুটি ভালো অর্থই খরচ হয়ে যায়। কম আয়ের মানুষদের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে গেলে বেশ বিপাকে পড়তে হয়। কিন্তু সবারই শখ থাকে বিয়েতে কিছুটা আয়োজন করার।

jagonews24.com

সে কারণেই আফগান তরুণ-তরুণীরা এখন গণবিয়ের দিকেই ঝুঁকছেন। সম্প্রতি কাবুলে একটি দাতব্য সংস্থা গণবিয়ের আয়োজন করেছে। বিবাহিত জুটির নতুন জীবন শুরু করা উপলক্ষে তাদের একটি কার্পেট এবং গৃহস্থালীর জিনিসপত্রসহ বেশ কিছু উপহার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তালেবানের কড়াকড়িতে আফগানিস্তানে আফিম উৎপাদন কমেছে ৯৫ শতাংশ

২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান। তারপরেই দেশটিতে গান-বাজনা নিষিদ্ধ করা হয়। এই গণবিয়েতেও কোনো গান-বাজনার আয়োজন ছিল না। বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।