ভিয়েতনামে আদানি, বিনিয়োগ করবেন হাজার কোটি ডলার
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎকার করেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এসময় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে বিভিন্ন খাতে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেছেন, আদানি গ্রুপসহ ভারতের বৃহৎ বাণিজ্যিক গোষ্ঠীগুলোকে সবসময় স্বাগত জানায় ভিয়েতনাম। দেশটির পরিকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলোতে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন>> শ্রীলঙ্কায় আদানির বন্দরে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
এসময় ভিয়েতনামে বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে গৌতম আদানি বলেন, দেশটির সমুদ্রবন্দর, লজিস্টিক, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে আগামী ১০ বছরে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত তিনি।
বৈঠককালে ভিয়েতনামের লিয়েন চিউ বন্দর প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং এলাকাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আদানির প্রতি অনুরোধ জানান ভিয়েতনামিজ প্রধানমন্ত্রী। এছাড়াও, চু লাই বিমানবন্দর এবং সুনির্দিষ্ট নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানান তিনি।
আরও পড়ুন>> ভিজিনজাম সমুদ্রবন্দর, আদানির মুকুটে আরেকটি পালক
ভারতের ১৪টি প্রধান সমুদ্রবন্দর এবং সাতটি বিমানবন্দরের মালিক আদানি গ্রুপ। বর্তমানে তাদের বাজার মূলধনের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি।
সূত্র: এনডিটিভি
কেএএ/