বড়দিনের বর্ণিল সাজে মালয়েশিয়া

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

সারা বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন মালয়েশিয়ার খ্রিস্টান ধর্মানুসারীরাও।

বড়দিনকে ঘিরে পুরো মালয়েশিয়া বর্ণিল আয়োজনে সেজেছে। প্রতিটি গির্জা ও এর আশপাশ সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। শপিং কমপ্লেক্সগুলোয়ও উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এ উৎসবে।

দিনটি উপলক্ষে দেশটির রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগাং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগোং তুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বড়দিনের বর্ণিল সাজে মালয়েশিয়া

শুভেচ্ছা জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ, উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি ও প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ফেডারেল টেরিটরি) ড. জালিহা মুস্তাফা।

রাজা ও রানী তাদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মালয়েশিয়া। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। সম্প্রীতির এ মহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’

বড়দিনের বর্ণিল সাজে মালয়েশিয়া

দেশটির প্রতিটি প্রদেশে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসবে আজ। বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান-প্রদান। ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরদের কাছে অন্যতম আকর্ষণ শান্তা ক্লজ। কর্মব্যস্ততাময় একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আজ সবাই মেতে উঠেছে বড়দিনের আনন্দ-উৎসবে।

বড়দিন উপলক্ষে মালয়েশিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব এক যুক্ত বিবৃতিতে মালয়েশিয়াসহ বিশ্বের সকল খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের (ভারপ্রাপ্ত) হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এক বার্তায় খ্রিস্টান সম্প্রদায়সহ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।