বড়দিন

কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সুরক্ষায় পাশে ইন্দো-বাংলা প্রেসক্লাব

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

বড়দিন উপলক্ষে নিয়ন আলোয় সেজেছে কলকাতার নিউমার্কেটসহ পার্ক স্ট্রিট চত্বর। বড়দিনের আগের রাতে রাস্তার দুই ধারে সান্তা টুপি, ক্রিসমাস ট্রি, আলো লাগানো টুপিসহ নানা সাজে ধরা দিয়েছে অন্য এক কলকাতা। বিভিন্ন ধরনের পসরা সাছিয়ে বসেছেন দোকানিরা।

বড়দিন উপলক্ষে এবার নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিউমার্কেটের মার্কুইস স্ট্রিট, কিডস স্ট্রিট, সদর স্ট্রিট, টটি লেনসহ বিভিন্ন জায়গায় হোটলে বাংলাদেশি পর্যটকদের ভিড় দেখা গেছে।

অ্যাসোসিয়েশনের সদস্য মনোতোষ সাহা বলেন, এখানে আমরা বাংলাদেশি পর্যটকদের বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তাই তাদের কথা মাথায় রেখেই এবছরই প্রথম রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৩২টি সিসিটিভি লাগানো হয়েছে। এবারও বড়দিন উপলক্ষে ভালোই বাংলাদেশি পর্যটক এসেছেন।

jagonews24

বড়দিন ঘিরে গোটা কলকাতা শহরসহ পার্ক স্ট্রিট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহরের নজরদারিতে প্রায় তিন হাজার কলকাতা পুলিশ কর্মী থাকবে। পার্ক স্ট্রিট ও নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুলেন্স।

সাম্প্রতিক সময়ে নিউমার্কেট এলাকায় রাতের দিকে ছিনতাই, বহিরাগতের উপস্থিতিসহ কিছু বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠেছে। যার শিকার হয়েছেন বাংলাদেশি পর্যটকরাও। বিষয়টি অজানা নয় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তাদেরও।

এ পরিপ্রেক্ষিতে নতুন ভূমিকায় উত্তীর্ণ হলো কলকাতার ‘ইন্দো বাংলা প্রেস ক্লাব’। বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে একযোগে কাজ করবে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব।

এর ফলে ভারতে ভ্রমণ করতে যাওয়া বাংলাদেশিদের জন্য সুবিধা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিউমার্কেট এলাকায় এরই মধ্যে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। এই এলাকায় মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে একটি হেল্প লাইনও চালু করা হয়েছে। বাংলাদেশি পর্যটকরা কোনো সমস্যার সম্মুখীন হলেই ওই নম্বরে ফোন করলেই সার্বক্ষণিক সহায়তা দেওয়া হবে। একইভাবে ইন্দো বাংলা প্রেস ক্লাবের ওয়েবসাইটেও কীভাবে বাংলাদেশিদের সুবিধা দেওয়া হবে তার সব তথ্য এবং ফোন নম্বর রয়েছে।

এ উপলক্ষে রোববার অ্যাসোসিয়েশনের তরফে মারকুইস স্ট্রিট এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়। যেখানে যুক্ত করা হয় কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য মনোতোষ সরকার, মনোতোষ সাহা, কামরুদ্দিন মালিক, শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ, কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপন সাহা, ইন্দো বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পূততুণ্ড, মুখপাত্র ও কোষাধ্যক্ষ দীপক দেবনাথ, আহ্বায়ক ভাস্কর সরদার, বিশ্বজিৎ দাস, বিক্রম লাহা ও বিমল দত্তসহ ক্লাব সদস্যরা।

jagonews24

ইন্দো বাংলা প্রেস ক্লাবের তরফে আহ্বায়ক ভাস্কর সরদার বলেন, বাংলাদেশি পর্যটকরা আমাদের কাছে অতিথির মত। তাদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। তারা কলকাতায় এলেই নিউমার্কেটকে বেছে নেন। তার কারণ দিনরাত যে কোনো সময় তারা নিশ্চিন্তে ঘুরাফেরা করতে পারেন।

স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা জানান, বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলে নিউমার্কেটে যান। সেখানে তারা বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করেন। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের নৈতিক দ্বায়িত্ব তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া। যা সবসময়ই করার চেষ্টা করেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা।

ডিডি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।