‘ডানকি’ ঘিরে উত্তেজনা, সিনেমা হলে কিং খানের ভক্তদের ভিড়

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

২০১৮ সালের পর প্রায় ৫ বছর সিনে জগৎ থেকে বিরতি নিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। চলতি বছরে রুপালি পর্দায় ফিরে এসেই তার ভক্তদের উপহার দিয়েছিলেন দুটি ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’। এই দুটি ছবি বক্স অফিসে সাফল্যের শিখরে পৌঁছেছে। পাঠান দিয়ে যে ঝড় তুলেছিল সেই ঝড় কয়েকগুণ বেড়েছিল জওয়ান ছবিতে।

এবার বড়দিনের আগে কিং খানের ভক্তদের উপহার ‘ডানকি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সারা ভারতের ন্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মোহনপুর টকিজেও বলিউড বাদশা কিং খানের বহু প্রত্যাশিত ডানকি মুক্তি পেয়েছে। চলতি বছরে একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের চাহিদাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

প্রথম দিনে প্রথম শো থেকেই ডানকি ঘিরে শাহরুখ খানের অনুরাগীদের চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রিয় নায়কের সিনেমাকে স্মরণীয় করে রাখতে মুর্শিদাবাদের শাহরুখ ওয়ার্কার্সের সদস্যরা শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সকাল মোহন টকিজে হাজির হন।

কিং খানের ভক্তরা মোহন টকিজের মূল প্রবেশদ্বারের সামনে শাহরুখ খানের বড় বড় কাটআউট নিয়ে রাখে। পরে ডাবের পানি, দুধ দিয়ে গোসল করানো হয় প্রিয় নায়ক শাহরুখ খানের কাটআউটকে। কিং খানের ছবিতে ফুলের মালা পরিয়ে পূজো করা হয়। কেক কেটে অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার সাফল্য কামনা করেন অনুগামীরা।

কিং খানের ভক্তদের দাবি, মুক্তি পাওয়া পাঠান ও জওয়ানের রেকর্ডকেও ভেঙে দেবে ডানকি।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।