মিশর

বিরোধীদের দমনপীড়ন-নির্বাচনের নিয়ম পরিবর্তন করে ফের ক্ষমতায় সিসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

মিশরে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশন তাকে জয়ী ঘোষণা করেছে। তবে বিরোধীদের ব্যাপক দমনপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে নিজে তৃতীয়বার নির্বাচন করতে পরিবর্তন করেছেন নির্বাচনী আইনও।

সোমবার (১৮ ডিসেম্বর) মিশরের নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষণা দেন, সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

আরও পড়ুন>গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেন, ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীনভাবে ৬৬ শতাংশের বেশি।

গত এক দশক ধরে আরব দেশটিতে ক্ষমতায় আছেন জেনারেল সিসি। যদিও তার নির্বাচনী ফলাফল নিয়ে রয়েছে সন্দেহ।

এবার এমন এক সময় দেশটিতে নির্বাচন হলো যখন অর্থনীতি তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া হামাস-ইসরায়েল যুদ্ধও দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন>পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

জেনারেল সিসি ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়ে আসছেন। ফলে দেশটিতে কার্যত তেমন কোনো শক্তিশালী বিরোধী দল বা নেতা নেই।

যে তিনজন সিসির বিপরীতে নির্বাচন করেছেন তারা কেউই হাই প্রোফাইল নন। তবে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী নানা গ্রেফতার-হয়রানির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে দ্বিতীয়ত অবস্থানে রয়েছেন রিপাবলিকান পার্টির নেতা হাজেম ওমর। কিন্তু তিনি ভোট পেয়েছেন মাত্র ৪ দশমিক ৫ শতাংশ।

সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।