সোমালিয়া উপকূলে ফের পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩

আফ্রিকার উপকূলের কাছে ফের ছিনতাইয়ের শিকার হলো পণ্যবাহী জাহাজ। সোমালিয়ার জলদস্যুরাই ইউরোপের দেশ মাল্টার ওই পণ্যবাহী জাহাজটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে।

এমভি রুয়েন নামে মাল্টার ওই পণ্যবাহী জাহাজটিতে ক্যাপ্টেনসহ ১৮ জন নাবিক রয়েছেন। অপহরণের পরে জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার তীরের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অপহৃত জাহাজটির উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনার একটি বিমান। পাশাপাশি ফ্রান্সের একটি সামরিক জাহাজও নজরদারি চালাচ্ছে।

এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের ব্যবসায়ীরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে।

২০১১ সাল ছিল আফ্রিকা উপকূলে সমুদ্র বাণিজ্যের সব চেয়ে অভিশপ্ত বছর। সে বছর মোট ২৩৭টি জাহাজ আক্রমণ করেছিল সশস্ত্র সোমালি জলদস্যুরা। তার পর থেকে এডেন উপসাগর জুড়ে আন্তর্জাতিক সেনা তৎপরতা বাড়ে। কোণঠাসা হয়ে পড়ে জলদস্যুরা।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।