ভেনেজুয়েলায় ট্রাকের ধাক্কায় ১৭ গাড়ির দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

 

ভেনেজুয়েলায় একটি মহাসড়কে একসঙ্গে ১৭টি গাড়ির দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দমকল বাহিনী প্রধান জুয়ান গঞ্জালেজ।

এদিন গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাড়কে এই দুর্ঘটনা ঘটে। সড়কটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সম্পর্কে জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।

এর আগে দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই দুর্ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। তবে সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।

পেরেজ বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ১৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে একাধিক গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

তবে পেরেজ আম্পুয়েদা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।