হামাসকে নির্মূলে উঠে পড়ে লেগেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ ডিসেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে একেবারে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি। গাজার দক্ষিণাঞ্চলে অভিযান আরও বাড়ানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি গাজায় তাদের অভিযানের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটিতে আক্রমণ ‌‘তীব্র’ করছে।

আরও পড়ুন: বিজ্ঞাপনে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিরূপ, বয়কটের মুখে ‘জারা’

তিনি বলেন, আইডিএফ খান ইউনিসে হামাসের শক্ত ঘাঁটি শনাক্ত করার দিকে মনোনিবেশ করবে এবং শহরে হামাসের অবকাঠামো ধ্বংস না করা পর্যন্ত সামরিক চাপ প্রয়োগের বিষয়টি চলমান থাকবে।

ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দক্ষিণের খান ইউনিসের কেন্দ্রীয় অংশ থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বেসামরিক নাগরিকদের মিশরীয় সীমান্তের কাছাকাছি যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

হাগারি দাবি করেছেন যে, গত মাসে গাজা উপত্যকা জুড়ে হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর ৫০০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৪০ জনকে ৭ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গ্রেফতার করা হয়।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন যে, হামাসের কিছু সদস্য আত্মসমর্পণ করছে। হাগারিও একই ধরনের মন্তব্য করেছে। তিনিও দাবি করেছেন যে, হামাসের সদস্যরা আত্মসমর্পণ করছে। যদিও তাদের এমন দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: গাজার সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত

হাগারি বলেন, যাদের গ্রেফতার করতে হবে আমরা তাদের গ্রেফতার করি এবং যারা সন্ত্রাসী নয় তাদের ছেড়ে দেই। তাদের এলাকা থেকে দক্ষিণ দিকে সরিয়ে দেই যেখানে বেসামরিক মানুষ থাকতে পারে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।