যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লাসভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। তাছাড়া সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।

ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানান, ক্যাম্পাসে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন।

তিনি বলেন, সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পাই। এসময় অনেক বড় শব্দ হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে চলে যাই এবং দেখি বাস্তবেই গুলির ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের খবর পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।