ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বোমা হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) সকালে ক্যাথলিক গণসেবার সময় মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে বিস্ফোরণটি ঘটে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মার্কোস বলেন, বিদেশি সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত বুদ্ধিহীন ও সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, নিরপরাধীদের বিরুদ্ধে সহিংসতাকারী চরমপনন্থিরা সবসময় আমাদের সমাজের শত্রু হিসাবে বিবেচিত হবে।

মিন্দানাওয়ের লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আলন্তো আদিয়ং জুনিয়র ধ্বংসাত্মক বোমা হামলার নিন্দা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এই প্রদেশে আমরা মৌলিক মানবাধিকারকে সমুন্নত রাখি এবং এর মধ্যে ধর্মের অধিকার অন্তর্ভুক্ত।

এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।