অস্ট্রেলিয়ার ক্যাফেতে জিম্মি ১৩
অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক ক্যাফেতে আসা মানুষদের অস্ত্রের মুখে জিম্মি করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে সিডনি শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক কর্মকর্তা জানান ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে।
তবে কী উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, ক্যাফেতে আসা কয়েকজন দেয়াল ঘেঁষে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাফেটি ঘিরে রেখেছে। সাধারণ মানুষদের এখন ওই এলাকায় না যেতে আহ্বান জানিয়েছে পুলিশ। সিডনি অপেরা হাউজ থেকেও কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তবে তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।