ভিসা ছাড়াই চীনে যেতে পারবে যে ছয় দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ ও ইউরোপের পাঁচটি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (২৪ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা দেন। বলা হয়েছে, করোনা মহামারির ফলে ঝিমিয়ে পড়া পর্যটন শিল্প চাঙা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না। আগামী ১ ডিসেম্বর থেকে এ সুবিধা চালু হবে। বহাল থাকবে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: ২০২৪ সালে ক্ষমতার নতুন ভারসাম্য দেখবে মধ্যপ্রাচ্য

সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা ভ্রমণের জন্য চীনে যাবেন, তারা সর্বোচ্চ ১৫ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, এ উদ্যোগ দেশটির ব্যাপক উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচার বাড়াবে ও অর্থনীতিকে আরও গতিশীল করবে।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়। তবে ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারেন। তবে ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।

আরও পড়ুন: চীনে এবার ‘রহস্যময়’ নিউমোনিয়া, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারিরর কারণে তিন বছরেরও বেশি সময় ধরে সীমানা বন্ধ রেখেছিল চীন। পরে ব্যাপক আন্দোলন ও জনরোষের মুখে গত বছরের গত ডিসেম্বরে কিছু বিধি-নিষেধ শিথিল করে শি জিনপিং প্রশাসন। পরে চলতি বছরের মার্চে বিদেশিদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেয় বেইজিং।

মহামারির আগে প্রতি বছর কোটি কোটি আন্তর্জাতিক পর্যটক চীন ভ্রমণ করতেন। তবে জিনপিং প্রশাসনের জিরো-কোভিড নীতি দেশটির পর্যটনখাতসহ আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলে। এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। সে অবস্থা থেকেই এখন উঠে আসার চেষ্টা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ।

সূত্র: রয়টার্স

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।