আল-শিফা হাসপাতালের ইনকিউবেটরে থাকা শিশুদের মিশরে নেওয়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২০ নভেম্বর ২০২৩
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা শিশুদের মিশরে নিয়ে যাওয়া হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানোর জন্য সোমবার (২০ নভেম্বর) তাদের স্থানান্তর করা হয়। এর আগে রোববার শিশুগুলোর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রাখতে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।
গত বুধবার (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় এসব শিশু ইনকিউবেটরে ছিল। কিন্তু ইসরায়েলিরা অবরুদ্ধ করার পর জ্বালানির অভাবে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে মারাত্মক হুমকিতে পড়ে ইনকিউবেটরে থাকা অপরিপক্ক শিশুদের জীবন।
আরও পড়ুন: হাসপাতালের নিচে টানেল, ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস
ইনকিউবেটর অচল হয়ে পড়ায় কয়েকটি শিশু মারাও যায়। এরপর এসব শিশুকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জোরালো দাবি তোলা হয়। মুসলিম দেশগুলোর পাশাপাশি, ইউরোপের কয়েকটি দেশও এ বিষয়ে সরব হয়।
মিসরীয় টিভি চ্যানেল আল কাহেরা টিভির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার উদ্ধারকৃত এসব শিশুর প্রথম গ্রুপটিকে গাজা উপত্যকা থেকে মিশরে নিয়ে যাওয়া হয়। পরে আরও দুই ডজনের বেশি শিশুকে এদিনে মিশরে স্থানান্তর করা হবে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজার মানুষ নিহত
আল কাহেরা টিভিতে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ওই শিশুদের বের করে ভ্রাম্যমাণ ইনকিউবেটরে রাখছে। এরপর শিশুগুলোকে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
সূত্র: রয়টার্স
এসএএইচ