মালিক বাড়িতে নেই

টাকা-গহনা চুরি করে ঘরে নতুন তালা লাগালো চোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২০ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘর থেকে টাকাপয়সা, সোনার গহনা, এমনকি রান্নাঘরের যাবতীয় মশলাপাতি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে চোর। তবে যাওয়ার আগে আরেকটি কাজ করে গেছে সে- ঘরের দরজায় নতুন তালা লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকাবাসীর মধ্যে। সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়।

জানা যায়, সোনারপুরের হাসনপুরের বাসিন্দা অনিন্দিতা দেবনাথ। দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন তিনি। বাড়ি ফাঁকা রেখে একাধিকবার এদিক-সেদিক গেছেন। তবে আগে কখনো চোরের হাত পড়েনি।

আরও পড়ুন>> রে কিছু না পেয়ে উল্টো ৫০০ টাকা রেখে গেলো ‘মানবিক’ চোর!

গত বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে দুঃসংবাদ পান অনিন্দিতা। জানতে পারেন, তার বাবা আর নেই। মৃত বাবাকে শেষবার দেখার জন্য বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যান গৃহবধূ।

দু’দিন পরে গত শনিবার বাড়িতে ফেরেন অনিন্দিতা। ফিরে দেখেন দরজায় নতুন তালা ঝুলছে। অবাক হয়ে যান তিনি। লোক ডেকে তালা ভাঙা হয়।

আরও পড়ুন>> চুরি করতে ব্যর্থ হয়ে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা চোরের

এরপর ভেতরে ঢুকেই মাথায় হাত তার। দেখেন বাড়ি প্রায় ফাঁকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সোনার গহনার খালি কৌটা। আলমারিতে থাকা ৭০ হাজার রুপি গায়েব। রান্নাঘরে গিয়ে দেখেন মশলাপাতিও নেই। সরিষার তেল, পাঁচফোড়ন, গরমমশলা সব নিয়ে গেছে চোর।

ঠাকুরঘর থেকে কাঁসা, পিতলের বাসনকোসন উধাও। বাদ যায়নি বাথরুমও। সেখান থেকে সাবান-শ্যাম্পুও গায়েব করে দিয়েছে চোরে। ড্রেসিংরুম থেকে খোয়া গেছে হেয়ার ড্রায়ার, সুগন্ধিসহ প্রায় সবকিছুই।

আরও পড়ুন>> ‘পুলিশের প্রশিক্ষণ’ পাওয়া চোর গ্রেফতার, সঙ্গে গুরুও

এ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনো খোঁজ মেলেনি চোরের। উদ্ধার হয়নি খোয়া যাওয়া জিনিসপত্রও।

সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।