আর কত বেসামরিক নাগরিক নিহত হবে?
ইসরায়েলের হামলায় গাজায় আর কত বেসামরিক নাগরিক নিহত হবে এই প্রশ্ন রেখেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু, নারী ও পুরুষদের মুখে যে যন্ত্রণা, আতঙ্ক এবং ভয় তৈরি হয়েছে তা সহ্য করার মতো নয়।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করছে কিন্ত গাজায় কোনো নিরাপদ স্থান নেই।
তিনি আরও বলেন, যেখানেই হোক না কেন বেসামরিক নাগরিকদের রক্ষা করা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক।
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী চরমপন্থিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানেও জোর দিয়েছেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতীস্থাপনকারীদের হামলা বেড়েছে। অব্যাহত হামলার পরই বাইডেনের কাছ থেকে এমন ঘোষণা এলো।
ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে বাইডেন লেখেন, এটা খুবই পরিষ্কার যে, ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা নিরাপত্তা সংকটের অবসান একমাত্র একটি দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে সম্ভব।
সূত্র: আল-জাজিরা
এমএসএম