নেতানিয়াহুকে এখনই পদত্যাগ করতে বললো বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষের অপেক্ষা নয়, এখনই সরে দাঁড়াতে হবে নেতানিয়াহুকে।

গত বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি টিভি চ্যানেল এন১২’কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ বলেন, নেতানিয়াহুর অবিলম্বে সরে যাওয়া উচিত... আমাদের পরিবর্তন দরকার, নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

আরও পড়ুন>> নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন বাইডেন

ইসরায়েলি বিরোধী নেতা বলেন, জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন এমন প্রধানমন্ত্রীর অধীনে কোনো দীর্ঘ অভিযান চলতে পারে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর চারদিন পরে নেতানিয়াহু ও আরেক বিরোধী নেতা বেনি গান্টজ যুদ্ধকালীন ‘জরুরি সরকার’ গঠনের বিষয়ে সমঝোতার ঘোষণা দেন।

আরও পড়ুন>> যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলে জরুরি সরকার গঠন

লাপিদ সেই সময়ে বলেছিলেন, তিনি এই সরকারে যোগ দেবেন না। হামাসের আক্রমণ প্রতিরোধ করতে না পারা ইসরায়েলি শাসকদের ‘অমার্জনীয় ব্যর্থতা’ বলে অভিযোগ করেন তিনি। তবে বুধবারের আগপর্যন্ত নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেননি এ নেতা।

গত বছর নেতানিয়াহু ক্ষমতায় ফেরার আগে ইসরায়েলের জোট সরকারের নেতৃত্বে ছিলেন ইয়াইর লাপিদ।

আরও পড়ুন>> যুদ্ধের জেরে ইসরায়েলের ঋণ বেড়েছে প্রায় ৮০০ কোটি ডলার

এন১২কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ আগাম নির্বাচনেরও দাবি জানাননি। বরং পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে নেতানিয়াহুর লিকুদ পার্টিরই অন্য কোনো সদস্যের নেতৃত্বে একটি নতুন সরকার গঠন করা যাবে।

লাপিদ বলেন, এটি নির্বাচনের সময় নয়। আমাদের উচিত লিকুদ থেকে অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া।

তবে টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। তারা বলেছে, যুদ্ধের সময় এ জাতীয় প্রস্তাব ‘লজ্জাজনক’।

সূত্র: এএফপি, আরব নিউজ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।