বানরের আক্রমণে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

বানরের ভয়াবহ আক্রমণে ভারতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরের সালকি গ্রামে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বানরের আক্রমণটি ডেহগাম তালুকের একটি মন্দিরের কাছে ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর নাম দিপক ঠ্যাকর। ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্ত চিকিৎসা শুরুর আগেই শিশুটির মৃত্য হয়।

পুলিশ ও বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এসময় একদল বানর শিশু দিপকের ওপর আক্রমণ শুরু করে। বানরের নখের আচরে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

এক কর্মকর্তা জানান, হামলায় শিশুটির অন্ত্র ছিঁড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে এটি বানরের তৃতীয় হামলার ঘটনা।
বন কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, গ্রামের বানর ধরার চেষ্টা করছে তার দপ্তর।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।