সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৯ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বের সবচেয়ে বড় পাওনাদার দেশ এখন চীন: প্রতিবেদন

২০১৩ সালে শুরু হওয়া ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা বিআরআই প্রকল্পের আওতায় চীনের পাওনার পরিমাণ এখন এক ট্রিলিয়ন ডলার বা ১ লাখ কোটিরও বেশি- যা দেশটিকে বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহকে পরিণত করেছে। মোট ঋণের প্রায় ৮০ শতাংশ আর্থিক সংকটে থাকা বিভিন্ন দেশ পেয়েছে বলে জানিয়েছে এইডডাটা।

গাজা সিটিতে তুমুল লড়াই চলছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতরে হামাস ও ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। যে এলাকায় এ সংঘাত চলছে তার খুব কাছেই আল-কুদস হাসপাতাল অবসি্থত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায়।

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বেলজিয়াম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী পেট্রা ডি সাটার। সেই সঙ্গে গাজার হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি বোমাবর্ষণের ঘটনার তদন্ত করারও দাবি জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৩৫০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনের হুথিরা

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছিল হুথি বিদ্রোহীরা।

স্পেনে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক গ্রেফতার

সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিককে গ্রেফতার করেছে স্পেন পুলিশ। গ্রেফতারকৃতরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা ও মৌলবাদ ছড়ানোর কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসী পাচার সন্দেহে ধাওয়া, দুই গাড়ির সংঘর্ষে নিহত ৮

অভিবাসী পাচার হচ্ছে সন্দেহে একটি গাড়িকে ধাওয়া করেছিল পুলিশ। কিন্তু ধরা না দিয়ে উল্টো পালানোর চেষ্টা করে গাড়িটি। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে দুই গাড়ির আট আরোহী প্রাণ হারান। বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে এই দুর্ঘটনা ঘটে।

১৫৩৭ কোটি টাকায় বিক্রি হলো পিকাসোর চিত্রকর্ম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর হাতে গড়া মাস্টারপিসগুলোর মধ্যে অন্যতম ‘ওম্যান উইথ এ ওয়াচ’ (ঘড়ি হাতে নারী)। সম্প্রতি দুর্লভ এই শিল্পকর্মটি নিলামে তোলা হয়েছিল। সেখানে এর দাম উঠেছে ১৩ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা। ফলে এটি হয়ে উঠেছে পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামী শিল্পকর্ম।

জাপানে জেগে উঠলো নতুন দ্বীপ

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চল ইয়ো জিমায় নতুন একটি দ্বীপ জেগে উঠেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ৩৩০ ফুট চওড়া, বৃত্তাকার এ দ্বীপ সৃষ্টি হয়েছে। এখনো দ্বীপটির কোনো নাম ঠিক করেনি জাপান কর্তৃপক্ষ।

সাপের পিৎজা নিয়ে এলো পিৎজা হাট

দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সাপের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ড, চীনের দক্ষিণাঞ্চল ও বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে সাপের মাংস বেশ জনপ্রিয়। এ বিষয়টি মাথায় রেখে এবার সাপের মাংস দিয়ে তৈরি পিৎজা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফুড শপ পিৎজা হাট। হংকংয়ের আউটলেটে ২২ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে নতুন এ পিৎজা।

‘বিদ্যুৎবিহীন’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে। উপাচার্য হিসেবে গত বুধবার (৮ নভেম্বর) ছিল তার শেষ কর্মদিবস। বিদ্যুতের জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। এদিন বিদ্যুৎ চক্রবর্তীর বিদায়ের খবরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অধ্যাপক ও কর্মচারীদের একাংশের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা যায়।

এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।