ছারপোকার জ্বালায় অতিষ্ঠ দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার মানুষজন। হঠাৎ রক্তচোষা ছোট্ট এই প্রাণীর প্রাদুর্ভাবে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী সিউল, বুসান ও ইনচেওন শহরের অন্তত ১৭টি জায়গায় ছারপোকা প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন>> জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

পরিস্থিতি মোকাবিলায় ৫০ কোটি ওন (৩ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার) তহবিল ঘোষণা এবং একটি বিশেষ দল মাঠে নামিয়েছে সিউল কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার আগে ফ্রান্স এবং যুক্তরাজ্যেও আতঙ্ক তৈরি করেছিল ছারপোকা।

সাম্প্রতিক প্রাদুর্ভাবের আগে ১৯৬০’র দশকে দক্ষিণ কোরিয়ায় দেশব্যাপী অভিযান চালিয়ে ছারপোকা নির্মূল করা হয়েছিল বলে ভাবা হতো। কিন্তু গত সেপ্টেম্বরের শুরুর দিকে দায়েগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ফের ছারপোকার উৎপাত শুরুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন>> জন্মহার বাড়াতে বিদেশি গৃহকর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া

পরে রক্তপিপাসু পোকাটি পাওয়া যায় পর্যটকদের বাসস্থান ও বিভিন্ন সওনা বা স্টিম বাথ সেন্টারে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ার বহু মানুষ আজকাল সিনেমা হল ও গণপরিবহন এড়িয়ে চলছেন। পোকার কামড় খেয়ে অনেকেই ছুটছেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। কী করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, তার পরামর্শ চাচ্ছেন সবাই।

পরিচ্ছন্নতা পরিস্থিতি মূল্যায়নে হোটেল, বাথহাউসসহ প্রায় ৩ হাজার ২০০টি স্থাপনা পরিদর্শনের ঘোষণা দিয়েছে সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ। ছারপোকা দমনে বেসরকারি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে তারা।

আরও পড়ুন>> মাঝ আকাশে প্লেনের জরুরি দরজা খুলে দিলেন যাত্রী

এছাড়া, গণপরিবহনের ফ্যাব্রিক সিটগুলো নিয়মিত গরম বাষ্পের (হট-স্টিম) মাধ্যমে পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছে সিউল।

সূত্র: বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।