তেল উত্তোলন বাড়াবে না সৌদি-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন হ্রাসের যে পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব ও রাশিয়া, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশ ‍দুটি। সোমবার (৬ নভেম্বর) পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বের শীর্ষ দুই তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশ।

বিবৃতিতে সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তেলের উত্তোলন বাড়াবে না তারা। সৌদি আরবের এই বিবৃতির কিছু সময় পর এক বিজ্ঞপ্তিতে চলতি বছরে তেলের উত্তোলন আর বাড়ানো হবে না বলে জানিয়ে দেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব আগামী মাসে তাদের জ্বালানি তেলের উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করবে। পরে তারা বিবেচনা করবে তেল উত্তোলনের পরিমাণ বাড়ানো হবে, না কি কমানো হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মূলত তেলের বাজারে স্থিতিশীলতা ও ভারসাম্য আনতেই ওপেক প্লাসের সদস্য দেশগুলো এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

২০২৪ সালের ২৬ মে ভিয়েনায় বৈঠক রয়েছে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেক প্লাসের। ধারণা করা হচ্ছে, আগামী বছর তেলের উত্তোলন বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে।

জোট ওপেক প্লাসেরও নেতৃত্বে রয়েছে এ দু’টি দেশ। চলতি বছরের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে মন্দাভাব শুরু হলে তেল উত্তোলন হ্রাসের ঘোষণা দেয় রিয়াদ ও ক্রেমলিন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের দাম।

অন্যদিকে, যুদ্ধের জেরে ডলারের দামও বাড়তে থাকে ও বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি তেল কেনা কমিয়ে দেয়। ফলে তেলের বাজারে মন্দাভাব শুরু হয় এবং লোকসানের শিকার হতে থাকে তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলো। এমন পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রথমে তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত জানায়।

সে সময় এক বিবৃতিতে রাশিয়া বলেছিল, এখন থেকে প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে দেশটি। রাশিয়া ওই ঘোষণার প্রায় দেড় মাস পর সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয় নিজেদের দৈনিক তেলের উত্তোলন ১ কোটি ব্যারেল থেকে ৯০ লাখে নামিয়ে আনার ঘোষণা দেয়।

সূত্র: রয়টার্স

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।