বিক্রির বাড়বাড়ন্ত

টয়োটার মুনাফা একলাফে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০১ নভেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

একদিকে বিক্রির বাড়বাড়ন্ত, অন্যদিকে জাপানি মুদ্রার দরপতন- দু’দিক থেকেই দারুণ সুসময় যাচ্ছে টয়োটা মোটরের। এতে বিশ্বের বৃহত্তম গাড়িনির্মাতার (বিক্রির পরিমাণে) মুনাফাও বাড়ছে হু হু করে। বুধবার (১ অক্টোবর) সংস্থাটি জানিয়েছে, সবশেষ প্রান্তিকে তাদের মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে টয়োটার মুনাফা হয়েছিল ৫৬৩ বিলিয়ন ইয়েন। কিন্তু চলতি বছর একই সময়ে তাদের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ইয়েন (৯৫০ কোটি ডলার)।

আরও পড়ুন>> ইলন মাস্কের এক্সের দাম এখন অর্ধেক

এ অবস্থায় নিজেদের সম্ভাব্য বার্ষিক মুনাফার পরিমাণ বাড়িয়েছে জাপানি সংস্থাটি। আগের পূর্বাভাসে টয়োটা বলেছিল, ২০২৪ সালের মার্চে শেষ হতে চলা আর্থিক বছরে তাদের মুনাফা হতে পারে তিন লাখ কোটি ইয়েন। কিন্তু সবশেষ পূর্বাভাসে এর পরিমাণ ৫০ শতাংশ বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার কোটি ইয়েন বলে জানানো হয়েছে।

এসবিআই সিকিউরিটিজের ইক্যুইটি রিসার্চের প্রধান কোজি এন্ডোর মতে, টয়োটার পূর্বাভাসে সবাই বড় পরিবর্তনের আশা করেছিলেন। কিন্তু এটি রীতিমতো বিশাল। টয়োটার কাছ থেকে চার ট্রিলিয়ন ইয়েনের নিচে মুনাফার পূর্বাভাস আসবে বলে ধারণা করেছিলেন তিনি।

সারাবিশ্বে বেড়েছে বিক্রি
টয়োটা জানিয়েছে, ২০২২ সালের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের প্রতিটি অঞ্চলে তাদের গাড়ি বিক্রি বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হাইব্রিড এবং পেট্রলনির্ভর গাড়িগুলো।

আরও পড়ুন>> ইসরায়েল-হামাস যুদ্ধে বাড়তে পারে তেল-কৃষিপণ্যের দাম: বিশ্বব্যাংক

এর পাশাপাশি টয়োটার মুনাফা বৃদ্ধিতে বড় অবদান রেখেছে জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতনও। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার দর ১৫০ ইয়েনেরও কম, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, এটি টয়োটার লাভ আরও বাড়িয়ে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ডলারের বিপরীতে প্রতি এক ইয়েন দরপতনে তাদের লাভ হয় ১৮ হাজার কোটি ইয়েন।

শুধু গাড়ির বাজারে নয়, শেয়ারবাজারেও দারুণ সময় যাচ্ছে টয়োটার। চলতি বছর তাদের শেয়ারের দর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বুধবার বিপুল মুনাফা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর টয়োটার শেয়ারের দর ৬ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গেছে।

আরও পড়ুন>> মার্কেটিংয়ের ভবিষ্যৎ কি ইনফ্লুয়েন্সারদের হাতে?

এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বিশ্বজুড়ে রেকর্ড ৫৬ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা। পুরো বছরে এর পরিমাণ ১ কোটি ১৪ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।