‘বারবার দুর্ঘটনা, রেলওয়ের ঘুম কবে ভাঙবে?’

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩
ছবি সংগৃহীত

চলতি বছর ভারতে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটেছে। গত জুন মাসে ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় তিনশ যাত্রী। সবশেষ গত রোববার (২৯ অক্টোবর) অন্ধ্র প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। এভাবে বারবার ট্রেন দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়কে দায়ী করেছেন মমতা ব্যানার্জী।

সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন, বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের রেলযাত্রা নিরাপদ নয়। কবে ঘুম ভাঙবে রেল মন্ত্রণালয়ের?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মমতা লেখেন, আরও একটি বিপর্যয়কর রেল দুর্ঘটনা। এবার ঘটেছে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলায়। দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজন (সবশেষ ১৩ জন) মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তিনি অভিযোগ করে বলেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীরা কোচে আটকে পড়া এবং অনাকাঙিক্ষত মৃত্যু: দুর্ভাগ্যজনক এই ঘটনাগুলো বারবার ঘটছে। রেলওয়ের ঘুম কবে ভাঙবে?

এসময় নিহতদের স্বজনদের প্রতি সংহতি জানিয়ে দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিকে, অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।