গাজায় ইসরায়েলি বোমা হামলা আন্তর্জাতিক আইনবিরোধী: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজায় ইসরায়েলের বোমা হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। যা বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে এবং কয়েক দশক স্থায়ী হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই। ঠিক একইভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যে কোনো ধরনের হামলার বিরোধিতা করি। বিশেষ করে যখন বেসামরিক নাগরিকরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আরও পড়ুন>যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়নি ভারত, ‌‘হতবাক’ প্রিয়াঙ্কা গান্ধী

তিনি বলেন, হামাসকে নির্মূল করা কঠিন। লাখ লাখ বেসামরিক নাগরিকসহ গাজাকে ধ্বংস করা ছাড়া সংগঠনটিকে শেষ করা অসম্ভব।

ল্যাভরভ বলেন, যদি গাজা ধ্বংস হয় এবং ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুন>হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

তিনি বলেন, এই বোমা হামলা বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি অবরুদ্ধ পরিস্থিতি বন্ধ করে মানবিক সহায়তা চালু করা উচিত।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।