২০ বছরেও মেলেনি পছন্দের পাত্র, শেষমেশ নিজেকেই বিয়ে করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত

গত বছরের জুনে নিজেকে বিয়ে করে তাক লাগিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের তরুণী ‘ক্ষমা বিন্দু’। বিষয়টি নিয়ে সে বছর ভারতজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এবার প্রায় একই ধরনের কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাজ্যের এক নারী। তার দাবি, নিজের বিয়েতে জমকালো অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। কিন্তু দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পরও পছন্দের পাত্র মেলেনি। আর সে কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদন বলছে, ৪২ বছর ওই নারীর নাম সারা উইলকিনসন। নিজের বিয়ে জাকজমকপূর্ণভাবে উদযাপনের স্বপ্ন ছিল তার। এজন্য দুই দশকে ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৩৭ হাজার টাকাও জমান তিনি। তবে পছন্দের সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে করোনা মহামারি চলাকালে তার মাথায় নিজেকে বিয়ের চিন্তা আসে।

পরিকল্পনা অনুসারে সম্প্রতি জমানো টাকা দিয়ে গত ৩০ সেপ্টেম্বর  নিজের বিয়ের আয়োজন করেন সারা। নিজের জন্য কেনেন আংটিও। গত ৩০ সেপ্টেম্বর এ বিয়ের অনুষ্ঠানে তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন। বিশেষ দিনটির জন্য কিনেছিলেন দামী আংটি। অভিনব বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারার নিকট আত্মীয় ও বন্ধুমহল। বউয়ের সাজ থেকে শুরু করে বাসরঘর সাজানো, এলাহি খাওয়া-দাওয়ার আয়োজনে হাত খুলে খরচ করেন সারা।

সারা বলেন, অনেকে আমার এ বিয়েকে প্রত্যাখান করবেন, কারণ এটি প্রথাগত রীতি মেনে হয়নি। কিন্তু আমার কাছে এটাই ছিল আমার বিয়ে। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি আমি। কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না। অনেকে অবিবাহিতই নারী কিংবা পুরুষ হয়তো আমার মতো সাহসী সিদ্ধান্ত নিতে চান, কিন্তু পরিবার-সমাজের ভয়ে পারেন না।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।