ইসরায়েল-হামাস সংঘাত

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন /ছবি: সংগৃহীত

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানসহ আরব বিশ্বের শীর্ষ পাঁচ দেশের প্রধানদের সঙ্গে টেলিফোনে কথা বলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন তিনি। আর হামাসের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলতে যাচ্ছেন পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। সোমবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তার।

আরও পড়ুন: গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের: রাষ্ট্রদূত

ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। তবে এখন এসব সংঘাত বন্ধ করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব দ্রুত হামাস-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানো ও একটি রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া শুরু করা।

ইরান, হামাস ও আরব বিশ্বের শক্তিশালী দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রয়েছে রাশিয়ার। দেশটি বারবার বলেছে, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তা উপেক্ষা করেছে ও করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুন: ফিলিস্তিনবিরোধী গুজব বেশি ছড়ানো হচ্ছে ভারত থেকে

চলমান পরিস্থিতি দ্রুতই আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে রাশিয়া। একই বক্তব্য চীনের। মিত্র দেশ দুটির দাবি, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে না পারাটাই হামাস-ইসরায়েল সংঘাতের মূল কারণ।

সূত্র: রয়টার্স

এসএএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।