হামাসের হামলা, তেল আবিব স্টক এক্সচেঞ্জে বড় দরপতন
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৮ অক্টোবর ২০২৩
ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর পাল্টা প্রতিক্রিয়ায় গাজার বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের মধ্যেই চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে তেল আবিব স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়েছে। কারণ এঘটনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
রোববার (৮ অক্টোবার) দেখা গেছে, ব্লু চিপ কোম্পানির টিএ-৩৫ সূচক কমেছ ৪ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে বেঞ্চমার্ক টিএ-১২৫ এর সূচক কমেছে ৫ শতাংশ। অন্যদিকে টিএ-৯০ এর সূচক কমেছে ৫ দশমিক ৮ শতাংশ।
তাছাড়া টিএ-ব্যাংক সূচক এর পতন হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এখানে রয়েছে পাঁচটি বড় ব্যাংক।
দ্বিতীয় দিনে পা দিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এতে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ ছুঁয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।
অপহরণ করা হয়েছে ১০০ ইসরায়েলিকে, যাদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমএসএম