হামাসের রকেট হামলায় ৪০ ইসরায়েলি নিহত, আহত ৭৫০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৭ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত

সশস্ত্রগোষ্ঠী হামাসের আকস্মিক রকেট হামলায় ইসরায়েলের অন্তত ৪০ জন নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও ৭৫০ জন। ইসরায়েল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র যোদ্ধারা। এর পরপরই বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে বলে ঘোষণা দেয় হামাস।

এদিকে, হামাসের তীব্র এই হামলার মুখে দেশে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর ‘অকল্পনীয়’ প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখা ‘ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড’ বলে, আমরা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতেই এ হামলা চালিয়েছি। জবাবদিহিতা ছাড়ায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর বর্বর হামলা চালানো দিন এখন শেষ।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।