শারদীয় উৎসবের আগে বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ : আবহাওয়া অফিস
আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের শেষের দিকেই শারদীয়র শুভ সূচনা হবে। কিন্তু তার আগেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টিতে ভাসবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্মচাপের মেঘ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ গভীর থেকে আরও গভীর আকার ধারণ করছে।
নিম্নচাপের জেরেই বুধবার (৪ অক্টোবর) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি নেমেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে রাজ্যজুড়ে। একটানা বৃষ্টিতে বেশ কিছু জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: শারদীয় উৎসবের আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা তুঙ্গে
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গের চারটি জেলা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী থেকে আতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শারদীয় উৎসবের মধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জের ধরে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তায় প্রহর গুনছেন।
শারদীয় উৎসব ঘিরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায় এক ধরনের আমেজ তৈরি হয়। কিন্তু এই বৃষ্টির ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন কলকাতার গার্মেন্টস ব্যবসায়ী কালু বর্মন।
আরও পড়ুন: সিকিমে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ
তিনি বলেন, সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই শারদীয় উৎসবের সময় একটু ভালো ব্যবসা করব। ধার করে গার্মেন্টসের মালামাল তুলেছি। যদি এভাবেই বৃষ্টি চলতে থাকে তাহলে কি যে করব বুঝতে পারছি না।
এই দুর্যোগের কারণে সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রস্নানেও নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া জেলেদেরও সাগরে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর।
ডিডি/টিটিএন