সৌদির সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে আশাবাদী নেতানিয়াহু
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।
ইসারায়েলের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে আছি আমরা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন>রাশিয়া-উ. কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ
তিনি বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে।
বর্তমানে এই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যুতে দেশ দুইটি একসঙ্গে কাজ করছে।
এর আগে গত বুধবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসারায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বার্তা দেন।
আরও পড়ুন>সৌদির অর্থনীতি ট্রিলিয়ন ডলারের ক্লাবে
মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বলেছেন, অন্যান্য উপসাগরীয় দেশের পদক্ষেপ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতায় তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে।
ফক্স নিউজকে মোহাম্মদ বিন সালমান বলেন, প্রতিদিন আমরা আরও কাছাকাছি যাচ্ছি। ২০১৯ সালের পর এই প্রথম কোনো মার্কিন টিভিতে সাক্ষাৎকার দেন এমবিএস।
এমএসএম