‘৪ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটি। ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্রা বলেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। এসময় অর্থনীতির আকার দাঁড়াবে ৫ ট্রিলিয়ন ডলারে।

ন্যাশনাল ব্যাংক অব কম্বোডিয়া আয়োজিত ১৬তম এসইএসিএন-বিএইএস উচ্চ-স্তরের সেমিনারে পাত্রা বলেন, আগামী দুই দশকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র যাবে পূর্ব এশিয়ার দিকে।

আরও পড়ুন>‘বন্ধু থেকে শত্রু’, নেপথ্যে কি শুধুই শিখ নেতার হত্যাকাণ্ড?

আইএমএফের আঞ্চলিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সালের বৈশ্বিক প্রবৃদ্ধিতে দুই-তৃতীয়াংশ অবদান রাখবে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল। এক্ষেত্রে ভারতের অবদান হবে এক-ষষ্ঠাংশ।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।

মোদী বলেন, বিজেপি সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি ছিল ভারত। আমাদের দ্বিতীয় কার্যকালে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে। যখন তৃতীয়বার ক্ষমতায় ফিরবো তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভার‍ত। প্রধানমন্ত্রী হিসাবে আমার তৃতীয় দফায় বিশ্বের সেরা তিনটি অর্থনীতির মধ্যে একটি দেশ হবে ভারত, এটাই মোদীর গ্যারান্টি।

আরও পড়ুন>ভারতে পর্যটনে শ্রেষ্ঠ গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী

২০২২ সালের শেষের দিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দৌড়ে এক ধাপ এগিয়ে যায় ভারত। তখন যুক্তরাজ্যকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসে দেশটি।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।