ফিলিপাইন

আগ্নেয়গিরির ধোঁয়া যাচ্ছে রাজধানীর দিকে, স্বাস্থ্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছের একটি আগ্নেয়গিরি থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। এতে রয়েছে ক্ষতিকর সালফার ডাই-অক্সাইড। এমন পরিস্থিতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরের স্কুল বন্ধ করে দিচ্ছে। তাছাড়া নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানের আগ্নেয়গিরি ও সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, তাল ভলকানো থেকে তারা গরম তরল পদার্থ বের হতে দেখেছে। ফলে সেখান থেকে আগ্নেয়গিরির গ্যাস নির্গত হচ্ছে।

আরও পড়ুন>পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

পাঁচ স্তরের মধ্যে সতর্কতার লেভেল ১-এ রাখ হয়েছে। এর মানে হলো সেখানে সামান্য ভূমিকম্পের আশঙ্কাসহ গ্যাস বের হতে পারে।

ফিলিপাইনে ২৪টি স্বক্রিয় আগ্নেয়গিরির মধ্যে তাল অন্যতম। জায়গাটিতে প্রাকৃতিকভাবেও অনেক সুন্দর।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে অগ্নেয়গিরিটি থেকে ব্যাপক ধোঁয়া বেরে হয়, যা ছড়িয়ে পড়েছিল ১৫ কিলোমিটার পর্যন্ত। তখন এক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।